বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সড়ক দুর্ঘটনায় লাভলু সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট তপসীডাঙ্গায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিবের নামাজ শেষে লাভলু সরদার রাস্তা পার হয়ে কৃষ্ণবাটি গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় যশোরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে আঘাতজনিত কারণে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share.
Exit mobile version