বাংলার ভোর প্রতিবেদক
মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ষাবরণ অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে আয়োজন উপভোগ করেছে অসংখ্য দর্শক। পর পর দুটি সমবেত কন্ঠে গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু। বর্ষা নিয়ে সংগীত আর নৃত্য দিয়েই সাজানো ছিল অনুষ্ঠানের ডালি।
প্রায় দুই ঘন্টার অনুষ্ঠানে সংগঠনটির অর্ধশতাধিক শিক্ষার্থী শিল্পী অংশ নেয়। অনুষ্ঠানের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও সুর নিকেতনের উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু।
বিশেষ অতিথি ছিলেন ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ছায়েদা বানু শিল্পী। স্বাগত বক্তব্য রাখেন নৃত্য প্রশিক্ষক চন্দ্রিকা রায় এবং সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. মোক্তার আলী।