বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার ট্রাভেলস কর্মী সোলায়মান হোসেন হত্যা মামলায় মেহেদী হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আটক মেহেদী হাসান টিবি ক্লিনিক মোড়ের বাসিন্দা। বর্তমানে তিনি শংকরপুরের মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাড়া থাকেন।
পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক।
গত ২৬ জানুয়ারি রাতে শহরের টিবি ক্লিনিক মোড়ে সোলায়মানকে (৩০) ছুরি মেরে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় তার সাথে জসিম সিকদারও (৩২) জখম হন। সোলায়মান ওই এলাকার বাসিন্দা। জসিম একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী কোতোয়ালি থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মেহেদী। দীর্ঘদিন পলাতক থেকে সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করেন। অন্যদিকে, পুলিশ তার পাঁচদিনের রিমান্ড আবেদন জানান। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।