বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীতে স্কুলে যাওয়ার পথে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ায় রিপনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরাফাত শেখহাটী এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে এবং যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরাফাত তার বড় ভাইয়ের সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সাইকেলটি তার বড় ভাই চালাচ্ছিল এবং আরাফাত পিছনে বসে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৩৬৯৭) সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে সড়কের ওপর পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা আবাসিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে। ঘাতক চালককে দ্রুত আটকের চেষ্টা চলছে।

স্কুলে যাওয়ার পথে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে শিশু আরাফাতের অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না যে আরাফাত আর নেই।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version