বাংলার ভোর প্রতিবেদক
যশোরের দিনব্যাপী স্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাউণ্ডে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে আঞ্জুমান আরা একাডেমি। তারা ২-১ সেটে ভাটপাড়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে।
এর আগে প্রথম সেমিফাইনালে আঞ্জুমান আরা একাডেমি ২-০ সেটে উপশহর মাধ্যমিক বিদ্যালয়কে ও ভাটপাড়া একই ব্যবধানে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে যায়গা করে নেয়।

প্রতিযোগিতা শেষে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আখিরুজ্জামান সান্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক শহীদ আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নুরুল আরিফিন। এসময় বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে জেলা ক্রীড়া কার্যালয় আয়োজিত এই প্রতিযোগিতায় ৭টি স্কুল অংশ গ্রহন করে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version