বিবি প্রতিবেদক
যশোরে চাকু নিয়ে ত্রাস সৃষ্টি করার সময় পুলিশ দুই সন্ত্রাসীকে সোমবার সন্ধ্যায় ২টি স্টিলের ধারালো টিপ চাকুসহ গ্রেফতার করেছেন কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম । গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার সুজলপুর (হঠাৎপাড়া) গ্রামের আব্বাস উদ্দীন সজল ও সাজু। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
মামলায় আটককারী কর্মকর্তা উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা পৌনে ৬ টায় তিনিসহ একদল ফোর্স ধর্মতলা মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান খোলাডাঙ্গা গ্রামের বায়তুল আল ইমান জামে মসজিদের গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়সের যুবক অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ত্রাস সৃষ্টি করছে। ওই সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের উপস্থিত টের পেয়ে উল্লেখিত আসামিরা সেখান থেকে পালানোর একপর্যায় তারা দু’জন গ্রেফতার হয়। পরে তাদের কাছ থেকে দু’টি স্টিলের টিপ চাকু উদ্ধার করে।
শিরোনাম:
- মণিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, বাসচালক আটক
- মাগুরায় জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল সমাবেশ ও জেলা কার্যালয় উদ্বোধন
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা