বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরে ঘোপ নোয়াপাড়া রোডে গত ১৬ ই মার্চ রাতে পার্থ মজুমদারের বাড়িতে চুরির ঘটনায় চিহ্নিত চোর স্পাইডারম্যান শামীমসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।
যশোর ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৬ মার্চ পার্থ মজুমদারের বাড়ির দ্বিতীয় তলায় চোরেরা ঘরের হ্যাসবোল্ড ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্ণালংকার, রুপার অংলকার মোট এক লাখ আটাত্তর হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পার্থ মজুমদার ১৯ মার্চ যশোর কোতোয়ালি থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
চুরির মামলার পর যশোর ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করে স্পাইডারম্যান খ্যাত কুখ্যাত চোর শামীম হোসেন শহরের চার নাম্বার মোড় এলাকা থেকে গত বুধবার বিকেলে ও সহযোগী আজগার আলীকে ঝুমঝুমপুর এলাকা থেকে আটক করেন।
এ সময় জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে যশোর শহরতলী ঝুমঝুমপুর এলাকার আজগার আলীর জুয়েলার্সের দোকান থেকে উদ্ধার করা হয় ১০ আনা ৩ রতি স্বর্ণালংকার, ১ ভরি ১ আনা ৪ রতি রুপা ও নগদ ৬ হাজার উদ্ধার করা হয়।
আটক শামীম হাসান শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার রবিউল ইসলামের ছেলে ও জুয়েলার্স ব্যবসায়ী আজগর হোসেন (৪১) ঝুমঝুমপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা।