বিবি প্রতিবেদক
সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোরের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল যশোর শহরের খালধার রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আছাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, শেঁকড় যশোরের সাধারণ সম্পাদক ও স্বপ্নতরী যশোরের উপদেষ্টা রওশন আরা রাসু, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সহসভাপতি পিন্টু মজুমদার, আইসিটি সম্পাদক তামজিদ আহমেদ হিজল, সদস্য শিবানী দত্ত প্রমুখ।
আলোচনা শেষে ২৫ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Share.
Exit mobile version