বাংলার ভোর প্রতিবেদক
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ৩ কেজি ৩৫৬ গ্রাম ওজনের ৩২পিস স্বর্ণের বারসহ দু’জন পাচারকারী গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
গত সোমবার মামলাটি করেন ডিবি’র এসআই সোলায়মান আক্কাস। মামলায় আসামি করা হয়, বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পুটখালি গ্রামের শহীদুল ইসলাম ও শার্শা থানার শ্যামলাগাছী গ্রামের সুমন হোসেন। আজ (মঙ্গলবার) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩৫৬ গ্রাম স্বর্ণের চালান আটক হওয়ার পর প্রতিয়মান হয় যশোর জেলা স্বর্ণপাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করেন, স্বর্ণ চোরাচালানীরা ঢাকা থেকে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার প্রাইভেট কারে বিশেষ কায়দায় নিয়ে আসছিলেন। আটক আসামি ছাড়াও এই স্বর্ণ পাচারের সাথে আর কারা জড়িত থাকতে পারে পুলিশ তা তদন্ত করে দেখছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান স্বর্ণ পাচারের সাথে আর কেউ জড়িত তা খতিয়ে দেখতে শুরু করেছেন।