বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক হয়েছে। আটক শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের বাসিন্দা। রোববার সকাল ৮টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল বাউলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণবার ও একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, শরিফুল ইসলাম স্বর্ণবার দুটি কোমরে বিশেষভাবে লুকিয়ে বহন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণগুলো ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ ৭৫২ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
