বাংলার ভোর প্রতিবেদক
যশোরে স্বামী পরিত্যক্তা এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত নূর নাজমা বেগম (৩০) যশোর সদর উপজেলার গোয়ালদহ মিয়াপাড়া এলাকার মশিউর রহমানের মেয়ে ও একই গ্রামের মৃত আলাউদ্দিন গাজীর ছেলে সালাউদ্দিন গাজীর প্রাক্তন স্ত্রী।

শুক্রবার বিকেলে সদর উপজেলার চাঁচড়ার মুকুল ব্রিকসের পাশ থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নূর নাজমা বেগম চার মাস আগে স্বামী সালাউদ্দিন গাজীকে তালাক দেন।

এরপর থেকে বিভিন্ন সময়ে সালাউদ্দিন তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। শুক্রবার সকালে সালাউদ্দিন নূর নাজমা বেগমের বাড়িতে গিয়ে গালিগালাজ করে চলে যায়। পরে বিকেলে মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

এসময় পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

হাসপাতালে কর্তব্যরত যশোর কোতোয়ালি মডেল থানার এএসআই রুবেল হোসেন জানান প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার দুপুরে নূর নাজমা বেগম মিয়াপাড়া মুকুল ব্রিকসের দক্ষিণ পাশে ফাঁকা মাঠ থেকে গরু আনতে যায়।

এ সময় প্রাক্তন স্বামী সালাউদ্দিন তাকে একা পেয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার কারণ উদ্ঘাটন ও আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Share.
Exit mobile version