বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রামনগর খাঁ’পাড়ায় জাহিদ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে খুঁচিয়ে হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িত চার জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক চারজন হলেন, রবিউল ইসলাম (৪৫), ইমরান জাহিদ কাব্য (২২), রহমত উল্লাহ সবুজ (১৫) এবং অরিয়ান জিহাদ (২৫)। শনিবার দিবাগত সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার রামনগর খা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানিয়েছেন, ওই এলাকায় মাহফিল অনুষ্ঠান উপলক্ষে জাহিদ স্কুলের সামনে বসে ছিলেন। সে সময় আসামিদের একজন তার চোখে টর্চ লাইটের আলো মারে। সে সময় তিনি প্রতিবাদ করলে সন্ধ্যার পর বাকবিতন্ডা হয়। পরে আসামিরা একযোগে চাকু দিয়ে তার উপর আক্রমণ করে।
এলোপাতাড়ি ছুরিকাঘাতে জাহিদ মারাত্মক জখম হন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে আহত জািহদকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই খুলনায় নেয়া হয়। জাহিদের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানিয়েছে।
তিনি আরো বলেছেন, রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে হাসপাতলে আহত জাহিদ জানিয়েছিলেন, স্থানীয় বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একই এলাকার কাব্য, ইসরাফিলসহ ৩/৪ জন তার গতিরোধ করেন।
এ সময় হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে খুঁচিয়ে সমস্ত শরীর আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত জাহিদ আরো জানিয়েছিলেন, একই গ্রামের কাব্য ও ইসরাফিল গত ১ মাস আগে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে।

