বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (সকাল) যশোর জেলার কোতয়ালী মডেল থানার রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে অবস্থিত ‘বি.কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সামনে যশোর-খুলনা মহাসড়ক থেকে ইয়াবার এই বড় চালানটি জব্দ করা হয়।

আটকরা হলেন সকিনা আক্তার (৩০) ও শুকুতারা (২০)। সকিনা আক্তারের পিতা ছাব্বির আহমেদ ও মাতা মরিয়ম বেগম। তার বাড়ি কুতুপালং রেজিস্টার ক্যাম্পের সি-ব্লকে, উখিয়া থানা, কক্সবাজার জেলা।

অপর আটক শুকুতারার পিতা ফজল আহমেদ ও মাতা দিলদার বেগম। তার ঠিকানা কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বি-ব্লক, উখিয়া থানা, কক্সবাজার জেলা। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দু’জনই রোহিঙ্গা নাগরিক।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক চোরাচালান ও কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Share.
Exit mobile version