বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজন পলাতক রয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা তোফায়েল হোসেন (৫০)। অপর আসামি আল-আমিন বিশ্বাস (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এছাড়া, যশোর কোতয়ালী মডেল থানার গরীবশাহ মাজার ও রেলস্টেশন এলাকায় পৃথক অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, রেজওয়ান সরদার ও মাকামে মাহমুদা মীম।
