বাংলার ভোর প্রতিবেদক
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪৪টি হারানো মোবাইল ফেন ও ভুলবশত নগদ ও বিকাশে চলে যাওয়া তিন লাখ টাকা উদ্ধার করেছে যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। জেলার বিভিন্ন থানায় হারানো সংক্রান্ত জিডির সূত্র ধরে এগুলো উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জেলার বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানো, ভুলবশত নগদ ও বিকাশে টাকা চলে যাওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করে ভুক্তভোগীরা। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যান্ত্রিক উপায়ে হারানো মোবাইলের অবস্থান সম্পর্কে জানতে পারে। পাশাপাশি নগদ ও বিকালে চলে যাওয়ার টাকা ফেরত আনার ব্যাপারেও যান্ত্রিক উপায়ে তৎপরতা অব্যাহত রাখে।
সে কারণে মোট ৪৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে ১৫ জন ভুক্তভোগীর ২ লাখ ৯১ হাজার ৭০৩ টাকা উদ্ধার করা হয়। হ্যাক হওয়া ৩২টি ফেসবুক আইডি ও ৭টি ইমো আইডি উদ্ধার করা হয়। এই সকল ঘটনায় দুইটি বিকাশ প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ভুক্তভোগীদের কাছে টাকা, মোবাইল, ফেসবুক ও ইমো আইডি ফেরত দেয়া হয়েছে।