বিবি প্রতিবেদক
স্থায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন আর্ট মাদার এ্যান্ড আর্থ ফাউন্ডেশনের ৮ বর্ষে পদার্পন উপলক্ষ্যে। যশোরে ৮ম আন্তজার্তিক পৃথিবী ও কলা বিপ্লব দিবস পালিত হয়েছে।
সোমবার বিকালে সামাজিক সচেতন সংস্থা (সাসস) এর উদ্যোগে মালঞ্চি বাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।
‘আসুন আমরা সবাই মিলে এই সুন্দর পৃথিবীকে অভিনন্দন জানাই’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা।
এসময় তিনি বলেন, পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীকে সুন্দর ও শান্তিতে রাখার জন্য কিন্তু আমরা কি সেইটা করছি? করছি না। পৃথিবীকে সুন্দর ও শান্তিতে রাখতে হলে আমাদের প্রত্যেকের চরিত্রকে আগে ভালো করতে হবে।
সাসসের যশোর জেলার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মফিজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা কারো একার পক্ষে সম্ভব না। পৃথিবীকে সুন্দর ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে, সব চাইতে বেশি প্রয়োজন নিজেরা সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। তাহলেই সুন্দর একটি পৃথিবীর উপহার পাব আমরা।
জেলা সাসসের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা সাসসের উপদেষ্টা মিজানুর রহমান, ইউপি সদস্য মামুনুর রশিদ, মালঞ্চি বাজার কমিটির সভাপতি জালাল উদ্দিনসহ সাসস জেলা কমিটির নেতৃবৃন্দ।
উলেখ্য, নিউজিল্যান্ডের একজন নাগরিক মাইকেল তরুন “স্থায়ী বিশ্ব শান্তির তত্ত্ব বা ” Theory for (of)parmanent wirld peace”এর আবিস্কারক। পৃথিবী ও কলা বিপ্লব দিবস বা Earth & Art Revolution day। এটি আন্তর্জাতিক ভাবে প্রতিবছর এই দিনে পৃথিবীর নানা জায়গায় পালিত হয়ে আসছে।
শিরোনাম:
- ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ
- দেশে শয়তানের প্রয়োজন নেই জামাতই যথেষ্ট : মতিয়ার ফরাজী
- যশোরে ইজিবাইক ধোয়া নিয়ে দ্বন্দ্বেই খুন হন জাহিদুল
- রোববার যশোরে দুদকের গণশুনানি
- তারেক রহমানের উৎসাহে তৃণমূল খেলোয়াড়দের নিয়ে জিয়া ফুটবল টুর্নামেন্ট
- এপেক্স ক্লাব অব নড়াইলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
- সবজিতেই স্বস্তি ক্রেতার
- ভাগ্য এক দুর্ভাগ্য
