বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউণ্ডেশন দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে খন্দকার রশিদুজ্জামান রতনকে সভাপতি ও রেজাউল করিমকে সেক্রেটারি করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ডিরেক্টর মুহম্মদ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যবসায়ী সমাজের উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসা আরও সম্প্রসারণ করতে হবে।
আইবিডব্লিউএফ যশোরে সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় এন সি কমিটির সদস্য ও সভাপতি ডি সি এস আমিনুর রহমান ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার সভাপতি আবুল কালাম আযাদ, বাঘারপাড়া উপজেলার সভাপতি ওমর ফারুক, মণিরামপুর উপজেলার সভাপতি আবুল হোসেন, যশোর শহর সভাপতি মাওলানা আবুল কাশেম প্রমুখ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মতিয়ার রহমান ও শহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি ইয়ানুর রহমান ও মীর খালিদুর রহমান মুরাদ, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম, কোষাধ্যক্ষ কুতুব উদ্দীন ও প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর কবির সহেল।
শিরোনাম:
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত