বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. মোসাম্মাৎ আসমা বেগম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, ২৪-এর আত্মত্যাগ ধারন করে আমারা যেন আমাদেরকে শুধরায়। আমিও এই কলেজে চাকরি করেছি। এই কলেজের পুকুর পাড়, গাছপালা, ভবন সব কিছুর সাথেই আমার স্মৃতি জড়িয়ে আছে। এমন অনুষ্ঠান আসতে পেরে আমি আনন্দিত। আমাদের খেলাখুলার মাধ্যমে মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা নেতৃত্ব, ভ্রাতৃত্ব বোধের বিকাশ ঘটতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যোগ্যতা সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার মুখপাত্র ফাহিম আল্ ফাত্তাহ, এমএম কলেজ শাখা শিবিরের সভাপতি রাসেল ফারহান প্রমুখ।
গত ১০ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপি উদ্বোধন হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কলেজের ১৯ টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সর্বমোট ৩৫ ইভেন্টের মাধ্যমে খেলাধুলায় অংশগ্রহণ করে। ইভেন্টে অংশ নেয়া ১৬০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।