বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কয়েকটি ঘটনায় প্রতিবেশীর হামলায় তিন ব্যক্তি আহত হয়েছে। আহতরা হচ্ছেন যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের কৌশিক (১৭) পুলেরহাটের কৃষ্ণবাটি গ্রামের ইয়াছিন (২৮) ও মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের শাহাজাহান (৪৫)। আহতদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।
হাসপাতালে আহত কৌশিক জানায়, সে শেখহাটি সফিয়ার রহমান মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত পরশু বৃহস্পতিবার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিলো। এ সময় স্থানীয় একদল বখাটে মোবাইলে তার ছোট বোনের ছবি তুলছিলো। কৌশিক বখাটেদের ছবি তুলতে নিষেধ করলে তারা স্কুলের ভিতরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত ইয়াছিন জানান, তিনি একজন ইজিবাইক চালক কিছুদিন আগে তাদের গ্রামে একটি মোটর চুরি হয়েছে। এ ঘটনায় তাকে চোর অপবাদ দিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় কৃষ্ণবাটি বাজারে স্থানীয় ময়িফুলসহ অজ্ঞাত ৪/৫ জন তাকে এলোপাতাড়ি মারপিট করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
একই দিন বিকেলে শাহাজাহান মোটরসাইকেল যোগে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে গলদা পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তার মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। আহতরা হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।