প্রতিবেদক
যশোর কলেজে আজ (মঙ্গলবার) নবনির্মিত নান্দনিক শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ।
কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কাজী আনিস আহম্মেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. আসাদুজ্জামান বাবুল, কলেজের পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম আরফু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক হোসেন শিম্বা।
দেশের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে একটি উঁচু অবস্থানে রয়েছি। ২০০৯ সালে দেশের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন ডিজিটাল বাংলাদেশ আর মধ্যম আয়ের দেশের। ইতোমধ্যে আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি। একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ বর্তমানে পৃথিবীতে ৩৪তম বৃহত্তম অর্থনীতির দেশ। দেশের প্রবৃদ্ধি যা আছে তা বজায় থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে এ দেশ ২৫তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিণত হবে। ২০০৯ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৬০০ মার্কিন ডলার, বর্তমানে তা ২৮০০ মার্কিন ডলার। ওই সময় জিডিপি ছিল ৬০ মিলিয়ন ডলার, এখন ৪৫০ মিলিয়ন ডলারেরও বেশি। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়