বিবি প্রতিবেদক
যশোর শহরের জেলারোড কুইন্স হসপিটালের পাশের বৈদ্যুতিক খুটিতে গতকাল আকস্মিকভাবে আগুন লাগে। এ সময় আগুনে ওই খুঁটিতে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারসহ সব ধরনের তার পুড়ে যায়। এতে আশেপাশের দোকানদার ও জনসাধারণের মধ্যে ভীতির সঞ্চার হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটণাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, গতকাল বেলা ১২টার দিকে কুইন্স হসপিটালের পাশের বৈদ্যুতিক খুটিতে আগুন লেগে যায়। খুটিতে ট্রান্সমিটার ও বিদ্যুৎ বিভাগসহ ইন্টারনেটের তারসহ সব ধরনের তার পুড়ে গেলেও জানমালের কোন ক্ষতি হয়নি।
যশোর ওজোপাডিকো-২’র নির্বাহী প্রকৌশলী জিএম মাহমুদ জানান, আগুনে কিছু তার পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। বৈদ্যুতিক ওই খুঁটিতে ডিশ লাইন ও ইন্টারনেটের তার ছিল যা ক্ষতিকর। ওই সব তার সরিয়ে ফেলার জন্য বলা হলেও কেউ সরাচ্ছেন না।
শিরোনাম:
- যশোরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ ব্যর্থ
- মুক্তেশ্বরী নদীর জায়গা দখল স্বীকার আদ্-দ্বীনের
- ঝড়-বৃষ্টির পূর্বাভাসে ক্ষেতের পাকা ধান নিয়ে চিন্তিত কৃষক
- ইজারাদার দুই পক্ষ আদালতে, খাস কালেকশনে পৌর কর্তৃপক্ষ
- যশোরে সাহিত্য সভা অনুষ্ঠিত
- যশোর ইপিজেড প্রকল্পের ভূমি উন্নয়নে ১৫৪ কোটি ব্যয় অনুমোদন
- যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৫জনকে অচেতন
- চৌগাছায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ