বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে এবার দুটি জামাত অনুষ্ঠিত হবে। আজ (বৃহস্পতিবার) দুপুরে কালেক্টরেট সভাকক্ষে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের দিন সকাল ৮টায় প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সভায় কেন্দ্রীয় ঈদগাহের পুরো প্রাচির পাশের প্রাচিরের সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ কাজ সম্পন্ন করা, ঈদগাহের পর্যাপ্ত ফান্ড গঠন, ঈদের নামাজে নিরাপত্তা নিশ্চিত, ঈদগাহে দুটি জামাতের ব্যাপারে প্রচারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের পরিচালনায় সভায় আলোচনা করেন পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব ইয়াসিন আলম, জজকোর্ট জামে মসজিদের ইমাম মুফতি ইলিয়াস হোসেন প্রমুখ।