বাংলার ভোর প্রতিবেদক

জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন শর্তে পুলিশের দায়িত্ব থেকে সরানোর দ্বিতীয় দিনেও যশোর কোতয়ালি থানা ও থানার অধীনে পুলিশ ফাঁড়ী ও ক্যাম্প গুলোর প্রধান ফটকের দরজা তালা ঝুলতে দেখা গেছে।

গত সোমবার ৫ আগষ্ট বিকেল থেকে বুধবার ৭ আগষ্ট যশোর শহরের বিভিন্ন সড়কে পুলিশের উপস্থিতি শুন্য থাকলেও সড়ক দূর্ঘটনা কিংবা দূর্ঘটনার মতো কোন খবর পাওয়া যায়নি।

তাছাড়া,আইন শৃঙ্কলা অবনতির মতো কোন খবর মেলেনি। তবে পুলিশ শুন্য যশোর শহরের বিভিন্ন পয়েন্টে বুধবার ৭ আগষ্ট সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখে গেছে।

যার ফলে যশোর শহরের ব্যস্ততম সড়ক গাড়ীখানা,দড়াটানা,বকুলতলা,চিত্রার মোড়,চৌরাস্তা,সিভিলকোর্ট মোড়,উপশহর খাজুরা বাসস্ট্যান্ড,মনিহার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে যানজট বিহীন যান চলাচল করতে গেছে।

তবে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন বয়সের লোকজনের সাথে উচ্চস্বরে ঢ়ুড় আচারণ করতে দেখা গেছে।

সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে কয়েকজনকে অছাত্র মনো হয়েছে তাদের আচারণ দেখে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version