বাংলার ভোর প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা শনিবার চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। এদিন রাত ৭টার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান। উপস্থিত ছিলেন সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক মকছেদ আলী, এজাজ উদ্দিন টিপু, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, শ্যামল দাস, খায়রুল কবীর চঞ্চল প্রমুখ। সভায় যশোরের ব্যবসা বাণিজ্যর সমস্যা, সম্ভাবনা ও প্রসার ঘটাতে করনীয় নির্ধারণ করাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, যশোর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটিকে গতকাল ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন। সিটিপ্লাজা ব্যবসায়ী মালিক সমিতি ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ, সহসভাপাতি শাহারুল আলম জনি, সহসভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক খায়রুজ্জামান সুজন প্রমুখ।