বাংলার ভোর প্রতিবেদক
দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী নির্বাচনে অংশগ্রহণ এবং প্রার্থী চূড়ান্তকরণসহ দলের সাংগঠনিক কর্মপন্থা নিয়ে যশোর জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হাটখোলা রোডে অবস্থিত জাতীয় পার্টির জেলা অফিসে এই সভা করা হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আজিজুর রহমান আজিজ সভায় সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ।
আরও পড়ুন .. .. এম এম কলেজে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বর্ধিত সভায় দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতীয় পার্টির অবস্থান, আগামী নির্বাচনে দলের অংশগ্রহণ কৌশল ও প্রস্তুতি, বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্তকরণ বিষয়ে আলোচনা, আগামী দিনে দেশ গঠনে জাতীয় পার্টির ভূমিকা, কর্মপরিকল্পনা ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, নজরুল ইসলাম, এমএ হালিম, সদর উপজেলার (ভারপ্রাপ্ত) সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক আব্বাস আলী মোল্ল্যা, দপ্তর সম্পাদক মনিরুল হিরণ প্রমুখ নেতৃবৃন্দ।
বর্ধিত সভার মাধ্যমে জেলা জাতীয় পার্টি আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম ও সাংগঠনিক ভিত মজবুত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।

