বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা শুক্রবার শহরের বিডি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর, সাবেক সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক দফতর সম্পাদক মফিজ উদ্দীন, সড়ক সম্পাদক কবীর হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ইউনিয়নের শাখার মধ্যে ছিলেন, রাজারহাট শাখার সভাপতি কুটি মিয়া, সীমাখালি শাখার সভাপতি ওহাব মোল্লা প্রমুখ।
সভায় সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ২১ নভেম্বর তারিখে বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (ঈদগাহ) স্কুলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান মজনু। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর।