স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
যশোর জেলা ফল ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ আজ। নির্বাচনে ১৩ পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ২৪জন। এরমধ্যে ৫জন বিনাপ্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়েছেন। ৮টি পদের বিপরীতে লড়ছেন ১৯ প্রার্থী। যশোর ফলপট্টি মালিক সমিতি কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬০৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সাইফুল ইসলাম।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিপন, সহসাধারণ সম্পাদক শহিদুল মির্জা, কোষাধ্যক্ষ হাজী শামীম ও ধর্ম বিষয়ক সম্পাদক সালাম মোল্ল্যা।
জানা যায়, ৮ পদের বিপরীতে ভোটে লড়ছেন ১৩জন প্রার্থী। তারা হলেন, সভাপতি পদে এসএম সাইফুল ইসলাম লিটন (আম) ও মনিরুল করিম নান্নু (আনারস)। সহ সভাপতি দুটি পদে ফজলুল হক (বাঘ) মিজানুর রহমান মিজান (টেলিভিশন) ও রবিউল ইসলাম রবু (হরিণ)। দপ্তর সম্পাদক পদে কেএম রওশন জাভেদ (ব্যাট বল) ও মাজেদ মোল্ল্যা (দোয়াত কলম)। প্রচার সম্পাদক পদে মাহফুজ রহমান মফিজ (বই) ও মনিরুল ইসলাম মনির (তালা চাবি)। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মান্নান গাজী (আঙ্গুর), ওলিউজ্জামান মিঠু খন্দকার (মোরগ), রবিউল আলম রবু (ছাতা)। সহ সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল ইসলাম (ফ্যান), বাহাদুর গাজী (কমলা)। ক্রীড়া সম্পাদক পদে নুর আলম (কাপ পিরিস) ও রায়হান কবির (ফুটবল)। কার্যনির্বাহী সদস্য তিনটি পদে লড়ছেন জিলানী জনি (মোমবাতি), নূর আলম (দেয়াল ঘড়ি) ও সোহেল রানা অপু (হাতপাখা)।
যশোর জেলা ফল ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ওলিউজ্জামান মিঠু খন্দকার বলেন, ফলপট্টির ভোট উৎসব মুখর হয়। এবারও উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দেবে। কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই। আশা করা যায় প্রায় সব ভোট কাস্ট হবে। হাতেগোনা কিছু ভোটার অসুস্থতার কারণে হয়ত আসবে না।
মামুন হোসেন নামে একজন ভোটার বলেন, তিন বছর পর পর আমাদের নির্বাচন হয়। যে যার ইচ্ছা খুশি মত ভোট দিতে পারে। এবছর কয়েকটা পদে প্রার্থী না থাকার কারণে বিনাপ্রতিদ্বন্ধিতায় তারা জয় লাভ করেছে। আশা করা যায় ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
মাসুদ মোল্ল্যা নামে অন্য এক ফল বিক্রেতা বলেন, এ বছর ভোটে দাঁড়ানোর লোক কম। অনেক জন ভোট করতে চাইনি। আশা করি আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব।
যশোর জেলা ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি পদপ্রার্থী এসএম সাইফুল ইসলাম লিটন বলেন, প্রতি বছরের ন্যায়ে এবছরও ভোট উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটে কোনো কারচুপির সুযোগ নেই। সরকারি কর্মকর্তা একজন প্রধান নির্বাচন কমিশন ও দুইজন সহকারি নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছে। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।