বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরের একটি অভিযাত হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইফতার পূর্ব আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে বর্তমান সরকারের শাসন আমলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ও সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদকস জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব প্রমুখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. জাফর সাদিক, গোলাম রেজা দুলু, একে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম , অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পদাক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পদাক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.শহীদ ইকবাল হোসেন, অভয়নগর উপজেলা আহ্বায়ক ফারাজি মতিয়ার রহমান, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোত্তর্জা এলাহী টিপু প্রমুখ।