বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে এই শপথ গ্রহণ ও অভিষেক হয়। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করে।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। এ সময় সংগঠনের নবনির্বাচিত ও সদ্য সাবেক নেতারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এসএম তৌহিদুর রহমান, অধ্যাপক ইবাদত আলী এবং সংগঠনের সাবেক সভাপতি সাব্বির মালিক প্রমুখ।
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন, ফজলে রাব্বি মোপাশা, সাধারণ সম্পাদক শাহিনশা রানা। সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সুলতান আহম্মেদ। সহ-সাধারণ সম্পাদক আবু ইসাহক বাবু ও আহম্মেদ মজনুল করীম। সাংগঠনিক সম্পাদক ফিরোজ আক্তার, প্রচার সম্পাদক বিপ্লব মাহমুদ, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কাসেম আলী লস্কর, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন তোতা। শিল্প ও সমাজ কল্যাণ সম্পাদক রাহিমা খাতুন হাফিজ। নির্বাহী সদস্য রানা হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া ও শরিফুল ইসলাম লাভলু।
নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর যশোর জেলার মুদ্রণ শিল্প মালিকদের স্বার্থ রক্ষা ও শিল্পের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
 
		 

