বাংলার ভোর প্রতিবেদক
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের জেলেপাড়ায় মঙ্গলবার বিকালে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলুন, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার।
তিনি তার বক্তব্যে সরকারের বিভিন্ন বিভাগের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন। এছাড়া তিনি সন্তানকে সুশিক্ষিত ও সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন, লক্ষণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিদা খাতুন, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, সহকারী তথ্য অফিসার রমজান আলী, এনজিও প্রতিনিধি ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ ও মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন অর্জিত সাফল্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, মাদকের কুফল, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধ, নৈতিকতা ও সুশাসন, নারী নির্যাতন রোধ, সন্তানের সুশিক্ষা দানে করণীয়, শিশু ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য, জঙ্গিবাদ দমন, মানবপাচার প্রতিরোধ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।