বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে দ্বিতীয়তলায় নব-নির্বাচিত কমিটির ১৭ সদস্যকে শপথ বাক্যপাঠ করান প্রধান অতিথি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতি সভাপতি এ্যাড. আবু মোর্ত্তজা ছোট।

নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু। জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সদ্য বিদায়ী কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও ওয়ার্কার্স (মাকস্বাদী) পার্টির নেতা তসলিমুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্, জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহাজান গামা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সহ-সভাপতি রবিউল ইসলাম লবিন, আবু হাসান, রতন অধিকারী, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজী, সহ সাধারণ সম্পাদক হারুনার রশিদ ফুলু ও কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, কার্যকরী সদস্যের রবিউল ইসলাম, মোহাম্মদ আলী, তরিকুল ইসলাম, আব্দুর রউফ, শহিদুজ্জামান, জাহাঙ্গীর হোসেন।

Share.
Exit mobile version