প্রতিবেদক
খুলনা বিভাগে অপরাধ দমনে সেরা জেলা নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপারসহ চারজনকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় রেঞ্জ ডিআইজির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার।
এছাড়াও জেলার পুরস্কৃত অন্য চারজন কর্মকর্তা হলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, এসআই মফিজুল ইসলাম, এসআই ঝন্টু কুমার বসাক ও এসআই আজাদুল ইসলাম।
সভায় ডিআইজি মঈনুল হক উপস্থিত খুলনা রেঞ্জের অধীন পুলিশ সুপারদেরকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদার, জয়দেব চৌধুরী, হাসানুজ্জামান প্রমুখ। এ সময় খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়