প্রতিবেদক
খুলনা বিভাগে অপরাধ দমনে সেরা জেলা নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপারসহ চারজনকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। যশোর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় রেঞ্জ ডিআইজির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার।
এছাড়াও জেলার পুরস্কৃত অন্য চারজন কর্মকর্তা হলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, এসআই মফিজুল ইসলাম, এসআই ঝন্টু কুমার বসাক ও এসআই আজাদুল ইসলাম।
সভায় ডিআইজি মঈনুল হক উপস্থিত খুলনা রেঞ্জের অধীন পুলিশ সুপারদেরকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদার, জয়দেব চৌধুরী, হাসানুজ্জামান প্রমুখ। এ সময় খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক