বাংলার ভোর প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার বিকেলে যশোর পৌরসভার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরভবনের হলরুমে আয়োজিত এই সভায় পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
পৌর প্রশাসক রফিকুল হাসান এর উপস্থিতিতে সভায় পূজা মণ্ডপের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এসময় পৌরপ্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে, পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ৪৫টি পূজা মণ্ডপের প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার অনুদান চেক বিতরণ করা হয়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, শহর পরিকল্পনাবিদ সুলতানা সাজিয়া, সহকারী প্রকৌশলী বি এম কামাল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।