বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার নিজস্ব অর্থায়নে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) টাওয়ার লাইট স্থাপন ও মুজিব সড়কের রোড ডিভাইডারে অত্যাধুনিক ডিজাইনের দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন ও প্রজ্জ্বলন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের টাউন হল মাঠে ও মুজিব সড়কে পৃথক আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ আলোকবাতির উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, ইনস্টিউট যশোরের সম্পাদক আবুল কালাম আজাদ লিটু, বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী বিএম কামাল, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান তুহিন প্রমুখ।
উল্লেখ্য, যশোর পৌর সভার নিজস্ব অর্থায়নে মুজিব সড়কের টাউনহল মাঠ সংলগ্ন একটা টাওয়ার ও জেলা স্কুল থেকে রেলগেট পর্যন্ত ১৮ টা পোল লাইট স্থাপন করা হয়েছে।