বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আঞ্চলিক মহল্লা সুরক্ষা কমিটির যৌথ সভা হয়েছে। শুক্রবার বিকেলে বেজপাড়া মেইন রোডে সভা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ।
বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিন, দিনতাজুর রহমান, মাহবুবর রহমান কচি, জেলা যুবদলের সহসভাপতি মিন্টু মন্ডল, যশোর মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দিলু, রফিকুল ইসলাম বাবলু, মঞ্জুর হায়দার, বিশ^জিৎ সাহা, শুভঙ্কর বিশ^াস, আজাদুর রহমান রনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকার পতনের পর থেকে কিছু দুর্বৃত্ত এলাকার পরিবেশ অশান্ত করে তুলছে। এরা সবাই সন্ত্রাসী। সুতরাং এদেরকে কেউ প্রশ্রয় দিতে পারবেনা। সন্ত্রাসীদের সমুলে দমন করতে হবে। বেজপাড়াই কোন ভোদভেদ নেই। মুসলিম-হিন্দু সবাই মিলে আমরা শান্তিতে বসবাস করতে চাই। সুতরাং আসছে দুর্গা পূজায় সনাতন ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ ও উৎসবের সাথে করতে পারে সেজন্য মহল্লা সুরক্ষা কমিটি তাদের দায়িত্ব পালন করবে।
পূজা মন্ডপগুলোতে পাহারায় থাকবে।