বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের জন্য ওষুধ ছিটানোর কার্যক্রম (স্প্রে) শুরু হয়েছে। গতকাল সকালে মশক নিধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দান গনি খান পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, কাউন্সিলর রাজিবুল আলম, নাসিমা আক্তার জলি, ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, নয়ন হোসেন প্রমুখ।
পৌরসভার প্রশাসনিক উত্তম কুমার কুন্ডু বলেন, প্রথম ভাগে মশা নিধনের কার্যক্রম ৮দিন চলবে। ৩টা ফগার মেশিন ও ২৭টা হ্যান্ড স্প্রে মেশিনে শহরের প্রতিটা অলি-গতিতে স্প্রে করা হবে। ফগার মেশিন দিয়ে মূলত শহরে বড় বড় ড্রেনগুলোতে ওষুধ ছিটানো হবে।
তিনি আরও বলেন, এবার মশা নিধনের জন্য সিংগাপুরের ডাবল-এ ও ভারতের এগ্রো মাইথিন নামে দুই ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে। তবে গতবছরের তুলনায় এবার ওষুধের পরিমাণ প্রায় দ্বিগুণ করা হয়েছে। গতবার ওষুধের পরিমাণ ছিল ২৫০ লিটারের মতো। এবার সেটা ৪৩০ লিটার করা হয়েছে।