বাংলার ভোর প্রতিবেদক
বৃহস্পতিবার জামায়াতে ইসলামী যশোর পৌর শাখার উদ্যোগে শহরের খুলনা বাসস্ট্যান্ড বিজয়স্তম্ভ চত্বরে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি। এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করব ইনশাআল্লাহ।

সমাবেশে পৌর উত্তর সাংগঠনিক থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বেলাল হুসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু হাশিম রেজা, থানা আমির ইসমাইল হোসেন, থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, ১ নম্বর ওয়ার্ড আমির আহমদ আলী মুকুল, পৗর দক্ষিণ থানার আমির আশরাফুল আলম, উপশহর ইউনিয়ন জামায়াতের আমির আলতাফ হোসেন, নওয়াপড়া ইউনিয়ন জামায়াত নেতা আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা নাহিদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা শুরা ও কর্মপরিষদ সদস্য বদরুজ্জামান।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version