বাংলার খেলা প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল আসাদ স্মৃতি সংঘ ও আজাদ স্পোর্টিং ক্লাব। যে দলই জিতবে তারা হবে গ্রুপ সেরা, এমন সমীকরণে গতকাল মাঠে নামে দল দুটি। শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৪২ রানে জয়ে ‘ক’ গ্রুপের সেরা হয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা আসাদ স্মৃতি সংঘ।
ঘন কুয়াশার কারণে এদিন ম্যাচ শুরু হয় ১১টায়। তাতে ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় আসাদ স্মৃতি সংঘের অধিনায়ক জামাল।
ব্যাট করতে নেমে দলীয় অধিনায়কের ফিফটিতে নির্ধারিত ৩৯ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে। জামাল ৭০ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৬৩ রান করেন। এরপাশে মামুন ৭৩ বলে ৭টি চারে ৪০, রাহুল ৯ বলে ১চার ও ছয়ে অপরাজিত ১৬ রান করেন।
বল হাতে আজাদ স্পোর্টিং ক্লাবের মেসবাউল হিরক ২৯ রানে ৩টি, আব্দুল্লাহ, মামুন ও মেহেদি একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে রান আউটে কাটা পড়ে সাজঘরে ফেরে মঈনউদ্দিন। অপর ওপেনার সজীব শেখকে বোল্ড করে ইফাত। প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে ফেলা আজাদ চাপ আর কাটিয়ে উঠতে পারেনি। শেষ দিকে উইকেট কিপার সোহেল রানা মেজবাহ কিছুটা চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত তা জয়ের ব্যবধান কমানো ছাড়ানো আর কোন প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত ৩৮ ওভার খেলে তারা ১৪৬ রান করতে পারে। ব্যাট হাতে দলের হয়ে সোহেল রানা ৪৬ বলে ২টি চারে ২৮, মেজবাউল হিরক ও মেসবাহ ২২ রান করে এবং কপিল দেব ১৬ রান সংগ্রহ করেন।
আসাদ স্পোর্টিং ক্লাবের জামাল ৫ রানে ও আসিফ ২১ রানে ২টি করে এবং ইফাত, সাকিব(১), সাকিব(২) ও রনি একটি উইকেট দখল করেন।
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক