বাংলার ভোর প্রতিবেদক
যশোর ডিবি পুলিশ শহরতলীর পালবাড়ি এলাকা থেকে হেরোইন বার্মিজ চাকু ও হাসুয়াসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের বেজপাড়া চোপদার পাড়ার হানিফ (২৪) ও চোপদারপাড়া আকবরের মোড়ের রাকিব (১৯)।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, সোমবার রাত সাড়ে ১০ টার ডিবি পুলিশের এসআই শাহিনুরের নেতৃত্বে এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপনে খবর পায় পালবাড়ি মোড়ে জনৈক মোস্তাকের চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদক ও অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরা ফেরা করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হানিফ ও রাকিবকে আটক করা হয়।
আটকদের দেহ তল্লাসী করে দুটি বার্মিজ চাকু ও ২৫ গ্রাম হেরোইন এবং একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি হাসুয়া উদ্ধার করা হয়। আটকরা বলেছে, তারা ওই এলাকায় অপরাধ সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছিল।