বাংলার ভোর প্রতিবেদক:
সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে রোববার থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৩২৮ পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ৪৫৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৫ হাজার ১২৬ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩২৮ পরীক্ষার্থী।
১ হাজার ৩২৮ অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে, সাতক্ষীরার ২৩ কেন্দ্রে ১২ হাজার ৬৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১১ হাজার ৮৯৪ জন, অনুপস্থিত ছিল ১৬৯ পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে সাতক্ষীরা-২৫১ নম্বর কেন্দ্রে ১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
খুলনার ৪৩ কেন্দ্রে ২১ হাজার ৭৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ২০ হাজার ৮২১ জন, অনুপস্থিত ছিল ২৫৮ পরীক্ষার্থী। বাগেরহাট ২০ কেন্দ্রে ৭ হাজার ৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৬ হাজার ৯১৫জন, অনুপস্থিত ছিল ৯৩ পরীক্ষার্থী। কুষ্টিয়ার ২২ টি কেন্দ্রে ১৩ হাজার ৭৪০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৩ হাজার ৫৯৪ জন, অনুপস্থিত ছিল ১৪৬ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গার ১২ টি কেন্দ্রে ৬ হাজার ৩১৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৬ হাজার ২১২ জন, অনুপস্থিত ছিল ১০৪ পরীক্ষার্থী। মেহেরপুর ৭ কেন্দ্রে ৩ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৩ হাজার ৭০৫ জন, অনুপস্থিত ছিল ৫১ পরীক্ষার্থী। যশোরের ৪৬ কেন্দ্রে ১৭ হাজার ৯৫৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৭ হাজার ৭৮৪ জন, অনুপস্থিত ১৭২ পরীক্ষার্থী। নড়াইলের ১১ কেন্দ্রে ৪ হাজার ৬৬১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৪ হাজার ৫৯৮ জন, অনুপস্থিত ছিল ৬৩ পরীক্ষার্থী। ঝিনাইদহের ২৬ কেন্দ্রে ১৪ হাজার ৫৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৩ হাজার ৮৫৬ জন, অনুপস্থিত ১৯৮ পরীক্ষার্থী। মাগুরার ২০ কেন্দ্রে ৫ হাজার ৮২১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৭৪৭ জন, অনুপস্থিত ছিল ৭৪ পরীক্ষার্থী।