নিজস্ব প্রতিবেদক
খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম-নিবন্ধক) মিজানুর রহমান বলেছেন গত ১০ বছরে যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের কোন উন্নয়ন হয়নি। সমবায় ইউনিয়নকে এগিয়ে নিয়ে নিতে আগামী দুই মাসের মধ্যে সকল ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ি মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নকে আর্থিক সক্ষমতা আরো বাড়াতে হবে হবে।
যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের উদ্যোগে গতকাল দুপুরে মুজিব সড়কের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম-নিবন্ধক) মিজানুর রহমান ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাস, মণিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা শ্যামল কর্মকর্তা তারিকুল ইসলাম।
যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সদস্য আবু সেলিম রানা , গোলাম মোস্তফা প্রমুখ।
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক