বাংলার ভোর প্রতিবেদক
আসছে ঈদ তাই যশোরকে যানজট মুক্ত মুক্ত রাখতে যশোর ট্রাফিক পুলিশ বিভাগ কঠোর ভূমিকা পালন করে যাচ্ছেন ।
শহরকে যানজট মুক্ত রাখতে ইতিমধ্যে শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে ব্যারিকেড।
ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে পুলিশের অর্ধশতাধিক কমকর্তা। শহরের বড় বিপণী বিতানগুলোতে পুলিশের একাধিক টিম দিনরাত দায়িত্ব পালন করছেন। তাদের সাথে জেলা কমিউনিটি পুলিশিং টিমের সদস্যরাও কাজ করে চলেছেন নিরলসভাবে।
প্রতিদিন সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের সার্জেন্টেরা গোটা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রিকশা, ভ্যান, মোটর সাইকেল ও ছোটখাটো যানবাহন চলাচল নির্বঘ্ন করতে দায়িত্ব পালন করেছেন।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, ঈদে কেনা কাটা করতে আসা ক্রেতা সাধারণ যাতে যানজটে পড়ে ভোগান্তির শিকার না হয় তার জন্য ট্রাফিক বিভাগে কর্মরতরা সোচ্চার।
শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের ২০ টির অধিক টিম পর্যায়ক্রমে দায়িত্ব পালন করে যাচ্ছে।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদাারের নিদের্শনা বাস্তবায়নে জেলায় কর্মরত পুলিশের ইউনিটগুলি সমানভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।