বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদের পাড়ে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক রফিকুল হাসান।

শুক্রবার সকাল ১০টা থেকে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমেই দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদ দখলদারদের উচ্ছেদ শুরু হয়। নদের পাড়ে সরকারি জমি দখল করে নির্মিত রাজধানী হোটেলের অর্ধেক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এরপর অভিযানিক দলটি ভৈরব নদের দক্ষিণ পাড়ের দখলকৃত সকল স্থাপনা উচ্ছেদে অভিযান চালাতে থাকে।

জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযানে শহরবাসীর মাঝে স্বস্তি ফেরে। তারা দাবি জানান, ভৈরব নদের দু’পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মানুষের চলাচলের পথ নির্মাণ করা হোক। এতে শহরের যানজট কমবে ও দড়াটানা থেকে ঝুমঝুমপুর ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক তৈরি হবে। এ কাজে তারা প্রশাসনিক পদক্ষেপ দাবি করেন।

Share.
Exit mobile version