বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আরও ১৭টি ‘মিনি টাওয়ার’ লাইট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাইট উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মুজিব সড়ক রেল ক্রসিং, ডালমিল মোড়, চৌরাস্তার মোড়, বিমান অফিস মোড়, শহীদ মিনার মোড়, নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকায় ‘মিনি টাওয়ার’ লাইট উদ্বোধন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এস শরিফ হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।