বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ জোড়া বাড়ির পাশে এক বাড়িতে গভীর রাতে ফ্ল্যাটের মেইন দরজার হ্যাসবোল্ড কেটে রুমে ঢুকে নগদ টাকা স্বর্ণ ও রুপার অলংকার এবং ব্যাংকের চেক বই নিয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিক অলোক মজুমদারের ছেলে পার্থ মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা চোর উল্লেখ করে মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৪ মার্চ সন্ধ্যা অনুমান ৭ টার সময় তার ২য় তলা বিশিষ্ট বাড়ির ২য় তলার বাম পাশে ফ্ল্যাটের দরজা, জানালা বন্ধ করে ও রুমে তালা লাগিয়ে ঢাকায় কাজে যান।
১৬ মার্চ সকাল অনুমান সাড়ে ৮ টায় বাদীর পিতা মোবাইল ফোনের মাধ্যমে চুরির খবর জানালে বাদী ও তার পরিবারের লোকজন ১৬ মার্চ বিকেল ৪ টায় এসে দেখেন দরজার হ্যাজবোল্ড কেটে ও ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ৬ হাজার টাকা স্বর্ণের ও রুপার অলংকারসহ ১ লাখ ৭৮ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
পরে এই ঘটনায় তিনি থানায় মামলা করেন।