বাংলার ভোর প্রতিবেদক
যশোর শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শনিবার সকালে নিউমার্কেট এলাকায় অবস্থিত এই হাসপাতালে বিনামূল্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, মেডিকেল অফিসার রেহেনেওয়াজ এবং শিশু হাসপাতালের উপপরিচালক নূর ই হামীম।

এ সময় জেলার সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধসহ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই অভিভাবকদের তাদের শিশুদের নির্ধারিত বয়স অনুযায়ী এই ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানাই।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, ক্যাম্পেইনের আওতায় জেলার বিভিন্ন স্থানে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় ৬-১২ শিশু ও মাস বয়সী ৪২ হাজার ৬৫জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ১ হাজার ৯৫জন সকল শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা দূর করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version