বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা।
উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, আপনারা যে আশা নিয়ে আমাদের কথা শুনে ফন্টুকে ভোট দিয়েছেন, সেটা পূরন হবে। এই সদর উপজেলা পরিষদ থেকে আমার দল মজবুত হতে হবে। দলের সংগঠনকে মজবুত করতে হবে। যারা নির্বাচনের আগে যেসব চেয়ারম্যানরা ফন্টুর কর্মী সমর্থকদের বিভিন্ন কার্ড কেটে দিয়েছিলো। আপনি (তৌহিদ চাকলাদার ফন্টু) তাদের লোকদের রেশন কার্ডসহ বিভিন্ন কার্ড কেটে দিবেন। যাতে ওরা আর সুবিধা না পায়। যেমন কুকুর, সেইরাম মুগুর। একদম সাইজ করে দিবেন। আপনার সঙ্গে জেলা আওয়ামী লীগ আছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, গত চেয়ারম্যানের সময়ে আমাদের দলের নেতাকর্মীরা কোন সুযোগ সুবিধা পায়নি। তাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই এই জনগনই এই চেয়ারম্যানের কাছ থেকে সেবা বুঝে নিবেন। এই চেয়ারম্যানের কাছে আমার অনুরোধ, সদরের ১৫টি ইউনিয়নবাসী যেন, উপজেলায় এসে মুখ কালো না করে যায়। তাদের সকল সেবা তাদের পৌঁচ্ছে দিবেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও পুরুষ ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল। তবে উপস্থিত ছিলেন না স্থানীয় এমপি কাজী নাবিল আহমেদ সমর্থিত বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর।
গত ৫ জুন অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শাহীন চাকলাদার সমর্থিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও পুরুষ ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল বিজয়ী হন। আর এমি কাজী নাবিল আহমেদ প্যানেল থেকে বিজয়ী হন মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনূর নাহার ঝুমুর। ফলে উপজেলা রাজনীতির গ্রুপিংয়ের কারণে উপজেলা পরিষদের দায়িত্বগ্রহন অনুষ্ঠানে শাহীন সমর্থিত দুই জনপ্রতিনিধি উপস্থিত থাকলেও ছিলেন না নাবিল অনুসারী মহিলা ভাইস চেয়ারম্যান ও তাদের নেতাকর্মীরা।