বিবি প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ বলেন, এবার সুযোগ এসেছে সদর উপজেলাবাসীর ঐক্যবদ্ধ হওয়ার। সকল অপশক্তির বিরুদ্ধে ঈগল মার্কাকে বিজয় করার। এ উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দিয়ে অপশক্তিকে পরাজিত করতে। সদরে মানুষ চায় বোমাবাজি নয়, সন্ত্রাস নয়, তারা চায় শান্তি। বিগত ১০ বছর আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেও নাবিল সাহেব এলাকার সমস্যার কথা বলতে সংসদে যাননি। তার ভোট চাওয়ার কোন অধিকার নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন তিনি।
গতকাল বিকেলে ফতেপুর ইউনিয়নে সিতারামপুরে কর্মীসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এসময় ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শত শত ভোটাররা ঈগল প্রর্তীকের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের কর্মীসভায় যোগ দেন। এবং ঈগল মার্কাকে বিজয়ী করতে বদ্ধ প্রতিগ বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের যারা পোস্টার লাগাচ্ছে তাদের ভয় দেখাচ্ছে, বাড়ি বাড়ি যেয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে ভোট কেন্দ্রে যাবেন। আজ জননেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন করার জন্য। তাই আমরা নির্বাচন করছি। এবারের লড়াই হবে একই দলের অত্যাচারিদের সাথে নির্যাতিতদের লড়াই, এবারের লড়াই হচ্ছে ভোটের অধিকার আদায়ের লড়াই। এবারের লড়াই সদরের মানুষকে মুক্ত করার লড়াই।
এর আগে সকাল থেকে রাত পর্যন্ত যশোর শহরের চাঁচড়ার মাহিদিয়া, আরবপুর মৎস্য অফিসপাড়া, গোড়াপাড়া, ষষ্টিতলা, বকচার হুশতলাসহ ১০/১২স্থানে গণসংযোগ করেছেন তিনি।
এসব গণসংযোগ স্থানে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সাধাণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, এসএম ইউসুফ শাহিদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ পরান, জেলা ছাত্র লীগর সাবেক সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম লিপু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, সহ-সভাপতি আকরাম হোসেন, শ্রমিক নেতা ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেন, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ লিটন হোসেন, সাদেক আলী, যুব মুহিলা লীগ নেত্রী সাদিয়া আফরিন মৌরিন, ছাত্র নেতা রবিউল ইসলাম, যশোর বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রিজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অশোক চক্রবর্তী, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদ হাসান সুমন, পৌরসভার ৯ নং ওয়ার্ড যুব লীগের সদস্য ডালিম হোসেন, তরুন লীগ নেতা আসাদুল ইসলাম আশা, যুবলীগ নেতা সাদিউল আলিফ, রিপন হোসেন, ফতেপুর ইউনিয়ন যুব লীগ নেতা মনিরুল জামান মনির প্রমুখ।
শিরোনাম:
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেকে বসেছে শীত
- পুনশ্চ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- শীতে বাড়ছে রোগীর চাপ নাজুক চিকিৎসা সেবা
- মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
- যশোরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় সভা
- সাজা শেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
- শালিখার চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
- বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ