বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী রামনগর ইউনিয়ন পরিষদে ইফতার বিতরণ করেন।
গতকাল বিকেলে সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, ইউপি সদস্য মোর্শেদ খাঁ মনু, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম মিন্টু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দীন, ইউপি সদস্য মারুফ হোসেন তরু, ইউপি সদস্য রাশেদ হোসেন, ইউপি সদস্য রাম প্রসাদ, ইউপি সদস্য মেহেদী হাসান, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম ও নাসরিন খাতুন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুসাইন কবির প্রমুখ।