বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের বড় হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল জয়তী সোসাইটি যশোর পরিচালিত বারীনগর শাখার আয়োজনে ৬৩ জন রোগীর ফিজিওথেরাপি ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন হৈবতপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ, সহকারী শিক্ষক শাহজাহান আলী, স্বপ্না রাণী, ফারহানা সুলতানা, সুলতানা মুস্তারিন ও সোনিয়া খাতুন।
জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার-১ রোকনুজ্জামান, এমআইএস কর্মকর্তা উদয় শংকর দত্ত, ইউনিট ম্যানেজার বিধান কুমার, আসাদুল ইসলাম, কর্মসূচি সংগঠক শাহিনুর পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার-২ হারুন অর রশিদ।

ক্যাম্পে রোগী দেখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা. বাপ্পি কবি শেখর ও থেরাপি সহকারী আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রূপা।

Share.
Exit mobile version